পূর্ব সুন্দরবনের কটকায় ড্রোন জব্দ

প্রতীকী ছবি। এএফপি

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা এলাকায় এক পর্যটকের কাছ থেকে একটি ড্রোন জব্দ করেছে লঞ্চে থাকা বনরক্ষীরা।

আজ শনিবার পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক(এসিএফ) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দুই দিনের অনুমতি নিয়ে পর্যটকবাহী ‘এমভি টাঙ্গুয়ার হাওড়’ লঞ্চটি শরণখোলা রেঞ্জের ভিতর দিয়ে আজ সকালে প্রবেশ করে। কিন্তু, সুপতি এলাকায় গিয়ে একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা একটি ড্রোন ওড়ান। কিন্তু, বনবিভাগের নিরাপত্তা কর্মীরা সেটা জব্দ করে কটকা অভয়ারণ্যের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জমা দেন। আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বেলায়েত হোসেন জানান, সুন্দরবন একটি সংরক্ষিত জায়গা। এখানে ড্রোন ওড়াতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি লাগে। আজ আমরা সুন্দরবনের সুপতি এলাকা থেকে একটি পর্যটকবাহী লঞ্চ থেকে ড্রোন জব্দ করেছি।

এর আগে, ২০১৬ সালের জানুয়ারিতে এবং ২০১৭ ডিসেম্বরে দুটি ড্রোন জব্দ করেছিল বনবিভাগ ।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL ban with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

1h ago