চট্টগ্রামে উপজেলা বিএনপি’র ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের অস্ত্র হাতে মাঠে নামার আহ্বান জানানোর অভিযোগ তুলে চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক এনামুল হকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ রোববার মধ্যরাতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম শামসুজ্জামান চৌধুরী বাদী হয়ে পটিয়া থানায় মামলাটি দায়ের করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই মামলায় মোট ৪০ বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এনামুল হককে প্রধান আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার রাতে উপজেলার কচুয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। সে সময় এনামুল হক সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের অস্ত্র হাতে মাঠে নামার আহ্বান জানিয়েছেন।
Comments