নিয়োগদাতা প্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগে আটক ৪

fraud_detained_10Jan21.jpg
নিয়োগদাতা প্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগে ঢাকার আশুলিয়া থেকে চার জনকে আটক করেছে র‌্যাব। ছবি: সংগৃহীত

নিয়োগদাতা প্রতিষ্ঠান খুলে প্রতারণার অভিযোগে ঢাকার আশুলিয়া থেকে চার জনকে আটক করেছে র‌্যাব। আজ রোববার সকালে র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গতকাল দুপুর সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তানহা অ্যাসোসিয়েটস লিমিটেড নামে নিয়োগদাতা প্রতিষ্ঠান খুলে প্রতারণার মাধ্যমে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছিলেন।’

আটক ব্যক্তিরা হলেন— মো. সবুজ কাজী (৩৩), মো. শাওন মহলদার (২০), মো. মাহবুব আলম (৪৫) ও মো. আমিরুল ইসলাম (২৪)।

মোজাম্মেল হক আরও বলেন, ‘আলামত হিসেবে তাদের কাছ থেকে ১৫ জন চাকরীপ্রার্থীর ২০০টি নিবন্ধন ফরম, ১০০টি নিয়োগ বিজ্ঞপ্তি, ৫০টি অঙ্গীকারনামা, ৩০টি যোগদানপত্র, দুটি টাকা জমার রশিদ, ১০টি পরিচয়পত্র এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় অফিস ভাড়া করে আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন। দিতেন ভুয়া নিয়োগপত্র। আটক চার জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago