সবাই সুস্থ থাকলে এখনও শিরোপা লড়াই সম্ভব: বার্সা কোচ

শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান চার। তবে তাদের চেয়ে তিনটি ম্যাচ বেশি খেলেছে বার্সেলোনা। বাড়তি তিন ম্যাচে জয় পেলে ব্যবধানটা হতে পারে ১৩ পর্যন্ত। কিন্তু তারপরও শিরোপার জন্য লড়াইটা সম্ভব বলে মনে করেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। তবে এরজন্য নিজ দলের সব খেলোয়াড়দের সুস্থ অবস্থায় চান এ ডাচ কোচ।
ছবি: রয়টার্স

শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান চার। তবে তাদের চেয়ে তিনটি ম্যাচ বেশি খেলেছে বার্সেলোনা। বাড়তি তিন ম্যাচে জয় পেলে ব্যবধানটা হতে পারে ১৩ পর্যন্ত। কিন্তু তারপরও শিরোপার জন্য লড়াইটা সম্ভব বলে মনে করেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। তবে এরজন্য নিজ দলের সব খেলোয়াড়দের সুস্থ অবস্থায় চান এ ডাচ কোচ।

মৌসুমের শুরু থেকেই একের পর এক খেলোয়াড়ের ইনজুরি যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার। দলের শীর্ষ অনেক তারকারাই ছিলেন মাঠের বাইরে। এখনও চার তারকা খেলোয়াড় ইনজুরিতে। জেরার্দ পিকে, ফিলিপ কৌতিনহো, আনসু ফাতি ও সের্জি রোবার্তোদের মতো খেলোয়াড়দের পাচ্ছে না বার্সেলোনা। তার উপর আগের দিন অনুশীলনে ইনজুরিতে পড়েছেন রোনালদ আরাউজোও। এ সকল খেলোয়াড় ফিরে আসার পাশাপাশি খেলোয়াড়রা ছন্দ ধরে রাখতে পারলে এখন শিরোপা লড়াই উন্মুক্ত বলে মনে করেন এ কোচ।

'(শিরোপা জয়) একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে না। এটা দলের মানসিকতার উপর নির্ভর করে। যদি সবাই ভালো থাকে এবং তদের সেরা ছন্দ থাকে তাহলে ওরা (শিরোপার জন্য) লড়াই করতে পারবে। শীর্ষে থাকা দলের সঙ্গে পয়েন্টের যে পার্থক্য তাতে এটা খুব কঠিন। তবে এই সপ্তাহে আমরা ভালো খেলেছি, এটা আমাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে।' - গ্রানাদার সঙ্গে দারুণ জয়ের পর আত্মবিশ্বাসী কোমান বললেন এমনটাই।

আগের দিন ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি। শেষ চার ম্যাচে ছয় গোল করে এককভাবে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এখন এ আর্জেন্টাইন তারকাই। অথচ মৌসুমের শুরুতে ছয় ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছিলেন তিনি। দলের সেরা তারকার ছন্দ ফেরায় দারুণ খুশী বার্সা কোচ, 'লিওকে বার্সেলোনার প্রয়োজন। সেটা তার গুরুত্ব এবং কার্যকারিতার জন্যই। শিরোপার জন্য লড়াই করতে তাকে আমাদের প্রয়োজন। লিড নিতে পারায় ধন্যবাদ, এর জন্য তাকে তুলে নিতে পেরেছিলাম।'

'মেসি দলের জন্য নিজের সেরা দিতে চেষ্টাটা করে। পরে খুব ভালো করছে, খুবই কার্যকর। দলের আর সবার মতো তারও মৌসুম বাজেভাবে শুরু হয়েছিল। তবে সে সব সময়ই উজ্জীবিত। এখন সে বেশি গোল করছে তবে সব সময়ই চেষ্টা করে গেছে।' -যোগ করে আরও বলেন কোমান

সব মিলিয়ে নতুন বছরটা দারুণভাবে শুরু করেছে বার্সেলোনা। শেষ তিন ম্যাচেই জয়। যা চলতি মৌসুমে প্রথমবারের মতো করতে পেরেছে দলটি। তবে মনোযোগ ধরে রেখে নিজেদের কাজটা করার প্রতি শিষ্যদের তাগিদ দিলেন বার্সা কোচ, 'এখন আমরা আরও বেশি শান্ত। আরও বেশি মনোযোগী। তবে আমাদের পা মাটিতে রাখতে হবে এবং কাজ করে যেতে হবে।'

Comments