আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন গ্রিজমান?
২০১৮ বিশ্বকাপে ফ্রান্সের শিরোপা জয়ের মূল নায়কই ছিলেন আতোঁয়ান গ্রিজমান। ছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদের প্রাণভোমরা। অথচ সেই খেলোয়াড় বার্সেলোনায় যোগ দিতেই যেন নিজেকে হারিয়ে ফেলেন। বাজে পারফরম্যান্সে একাদশ থেকেও বাদ পড়েছেন। তবে বার্সা সমর্থকদের জন্য আশার খবর, সাম্প্রতিক সময়ে চেনা ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন এ ফরাসি তারকা।
প্রায় এক মাসেরও বেশি সময় ধরে গোলের দেখা মিলছিল না গ্রিজমানের। সবশেষ ২ ডিসেম্বর জালের দেখা পেয়েছিলেন। তবে আগের দিন গ্রানাদার বিপক্ষে ম্যাচ জয়ের মূলনায়কই তিনি। দুটি গোল করার পাশাপাশি অধিনায়ক লিওনেল মেসিকে দিয়ে একটি গোলও করিয়েছেন এ ফরাসি। জোড়া গোল করেও মেসিকে পার্শ্বনায়ক হয়েই থাকতে হয়েছে। ম্যাচসেরা গ্রিজমানই।
তাহলে আত্মবিশ্বাস ফিরে পেলেন গ্রিজমান?
বার্সার হয়ে প্রায় প্রতি ম্যাচেই কিছু না কিছু সুযোগ পাচ্ছিলেন গ্রিজমান। কিন্তু শট নিলে লক্ষ্যের দিকেই রাখতে পারছিলেন না তিনি। এমনকি ফাঁকা পোস্টেও পেয়েও মিস করেছেন। কিন্তু আগের দিন দুরূহ পজিশন থেকেও লক্ষ্যে শট নিতে পেরে আত্মবিশ্বাস বেজায় বেড়েছে তার, 'প্রথমটি অফসাইড ছিল না এবং সে কারণেই আমি এর জন্য গিয়েছিলাম। যখন উসমান (দেম্বেলে) আমাকে বল দেয়, আমি শট করার চেষ্টা করি এবং ভাগ্যক্রমে এটা ভিতরে যায়। এসব আগে (লক্ষ্যের দিকে) যাচ্ছিল না, তবে এখন মনে হচ্ছে সবকিছু ঠিকঠাক চলছে।'
গ্রানাদার মাঠে আগের দিন স্বাগতিকদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এ মৌসুমে এই প্রথম টানা তিনটি ম্যাচ জয় পেয়েছে দলটি। সবমিলিয়ে তাই দারুণ খুশি গ্রিজমান। এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ঝরে তার কণ্ঠে, 'জয়ের জন্য এবং চালিয়ে যেতে আমাদের তিনটি পয়েন্ট দরকার ছিল। আমি দলের কাজের জন্য খুব খুশি। আমাদের তিনটি পয়েন্টই পেতে হবে। আমরা জানি (গ্রানাদা) অ্যাওয়ে ম্যাচের জন্য একটি শক্ত জায়গা এবং (প্রতিপক্ষ হিসেবে) একটি কঠিন দল। আমরা খুব ভালভাবে শুরু করেছি। আমাদের এভাবে চলতে হবে।'
এর আগে অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে রোমাঞ্চকর একটি জয় পেয়েছিল বার্সেলোনা। সেখান থেকেই দলটি ছন্দ খুঁজে পেয়েছে বলে মনে করেন গ্রিজমান। আর তা ধরে রাখতে চান এ ফরাসি তারকা, 'প্রতি ম্যাচে আমাদের তিনটি পয়েন্ট তুলতে হবে, তারপরে আমরা কী হবে তা দেখব। বিলবাওর বিপক্ষে পাওয়া ভালো ছন্দটি আমাদের ধরে রাখতে হবে।'
Comments