বিনামূল্যে করোনার ভ্যাকসিন পাবেন পশ্চিমবঙ্গের মানুষ: মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার রাজ্যের সবাইকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করছে পশ্চিমবঙ্গ সরকার।
আজ রোববার এক খোলা চিঠিতে তিনি বলেন, পুলিশ, হোম গার্ড, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীসহ ফ্রন্টলাইনারদের অগ্রাধিকারভিত্তিতে এই ভ্যাকসিন দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী ফ্রন্টলাইনারদের উদ্দেশে করে লেখা চিঠিতে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের সরকার বিনামূল্যে রাজ্যের সব মানুষের কাছে টিকা পৌঁছানোর ব্যবস্থা করছে।’
উল্লেখ্য, সারাদেশে প্রায় তিন কোটি স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের অগ্রাধিকার দিয়ে ১৬ জানুয়ারি থেকে ভারত কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
Comments