বরিশালে ৩ লাখ টাকার জাল নোটসহ আটক ২

বরিশালে তিন লাখ টাকার জাল নোটসহ দুজনকে আটক করেছে পুলিশ।
আজ রোববার কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে হাবিবকে আটক করা হয়। আটকের পর তার কাছ থেকে দুটি কাগজের প্যাকেটের মধ্যে থেকে এক হাজার টাকার দুইটি এবং পাঁচশ টাকার দুটি বান্ডিল উদ্ধার করা হয়। এতে তিন লাখ টাকার জাল নোট আছে।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কাউনিয়া খালপাড় এলাকা থেকে আলোক নামে আরও একজনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এই সিন্ডিকেটের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।
Comments