করোনাভাইরাস

আক্রান্ত ৯ কোটি ছাড়াল, মৃত্যু ১৯ লাখ ৩৪ হাজারের বেশি

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন নয় কোটির বেশি মানুষ। মারা গেছেন ১৯ লাখ ৩৪ হাজারের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় পাঁচ কোটি মানুষ।
বেলজিয়ামের একটি বিমানবন্দরে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। ২ জানুয়ারি ২০২১। ছবি: রয়টার্স

বিশ্বে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন নয় কোটির বেশি মানুষ। মারা গেছেন ১৯ লাখ ৩৪ হাজারের বেশি। এ ছাড়া, সুস্থও হয়েছেন প্রায় পাঁচ কোটি মানুষ।

আজ সোমবার জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

জনস হপকিনস ইউনিভার্সিটির রিসোর্স সেন্টারের সকাল সাড়ে ৯টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নয় কোটি দুই লাখ ৬০ হাজার ৪৬৪ জন এবং মারা গেছেন ১৯ লাখ ৩৪ হাজার ৬০৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন চার কোটি ৯৯ লাখ ৮০ হাজার ৬১৯ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ২৪ লাখ চার হাজার ৪৮১ জন এবং মারা গেছেন তিন লাখ ৭৪ হাজার ৩০৪ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮১ লাখ পাঁচ হাজার ৭৯০ জন, মারা গেছেন দুই লাখ তিন হাজার ১০০ জন এবং সুস্থ হয়েছেন ৭২ লাখ ৩১ হাজার ৩৩৬ জন।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর দিক থেকে তৃতীয়তে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি চার লাখ ৬৬ হাজার ৫৯৫ জন, মারা গেছেন এক লাখ ৫১ হাজার ১৬০ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ৯২ হাজার ৯০৯ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে চতুর্থতে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৩৩ হাজার ৭০৬ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩৪ হাজার ৩৯ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১১ লাখ ৫০ হাজার ৪২২ জন।

ভাইরাসটির সংক্রমণস্থল চীনে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৮২৪ জন, মারা গেছেন চার হাজার ৭৯২ জন এবং সুস্থ হয়েছেন ৯০ হাজার ৬৯৭ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ লাখ ২২ হাজার ৪৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন সাত হাজার ৭৮১ জন। আর সুস্থ হয়েছেন চার লাখ ৬৬ হাজার ৮০১ জন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago