খেলা

সিডনিতে বারবার কেন ‘বর্ণবিদ্বেষ’, প্রশ্ন অশ্বিনের

অস্ট্রেলিয়ার অন্য ভেন্যুতে ভাল আচরণ পেলেও সিডনির কেন এই অবস্থা বুঝতে পারছেন না তিনি।
Ravichandran Ashwin

সিডনির মাঠে ভারতীয় ক্রিকেটারদের বর্ণবিদ্বেষের শিকার হওয়ার ঘটনায় রবীচন্দ্রন অশ্বিন বলেছেন, এবার প্রথম নয়। এর আগেও এই মাঠের দর্শকরা বর্ণবাদী আচরণ করেছেন। অস্ট্রেলিয়ার অন্য ভেন্যুতে ভাল আচরণ পেলেও সিডনির কেন এই অবস্থা বুঝতে পারছেন না তিনি।

সিডনি টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে বর্ণবিদ্বেষের শিকার হন জাসপ্রিট বুমরাহ ও মোহাম্মদ সিরাজ। তৃতীয় দিনের খেলা শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় ভারতীয় দল। চতুর্থ দিনে সিরাজকে বর্ণবাদী গালি দেওয়ায় ছয় দর্শককে মাঠ থেকে বের করে দেওয়া হয়।

ওই দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে অফ স্পিনার খোলামেলা কথা বলেছেন এই ইস্যুতে, ‘এই নিয়ে চতুর্থবার অস্ট্রেলিয়া এলাম। সিডনিতে আগেও এমন অভিজ্ঞতায় পড়তে হয়েছে আমাদের। এর আগে আমাদের ক্রিকেটাররা প্রতিক্রিয়া দেখিয়ে বিপদে পড়েছে। বাউন্ডারির কাছে বসা দর্শকরা জঘন্য আচরণ করে।’

‘এবার তারা আরও আগ্রাসী হয়ে বর্ণবাদী মন্তব্য করেছে। বর্তমান যুগে যা কোনভাবেই মেনে নেওয়া যায় না। এসব কঠোরভাবে দমন করা উচিত।’

অশ্বিন জানান, অস্ট্রেলিয়ার অন্য ভেন্যু অ্যাডিলেড, মেলবোর্নে বেশ ভাল আচরণ পেয়েছেন তারা কিন্তু সিডনি যেন একদম আলাদা, ‘অ্যাডিলেড ও মেলবোর্নে পরিবেশ ভাল ছিল। কিন্তু সিডনিতে এটা বারবার হয়ে আসছে। আমি নিজেও এর শিকার হয়েছে। আমি জানি না কেন এখানে বারবার এমন করা হয়।’

প্রসঙ্গত ক্রিকেট মাঠে বর্ণবাদী আচরণ কঠোর হিসেবে দেখে থাকে আইসিসি। যেকোনো ক্রিকেট ম্যাচের আগে দর্শকদের বারবার এসব মনে করিয়ে দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Deadline for tax return filing extended by two months

The National Board of Revenue (NBR) extended the deadline today for the submission of income tax returns for individual taxpayers by two months to the end of January next year, according to an order issued today.

1h ago