ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-ট্রেন দুর্ঘটনায় নিহত ২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামে ট্রেন লাইন পার হওয়ার সময় ঢাকা-গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ সোমাবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ঠাকুরগাঁও জজ কোর্টের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুস সোবহান (৫৯) ও ঠাকুরগাঁও জজ কোর্টের কর্মচারী রুহুল আমিন (৪৫)। তাদের উভয়ের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলায়।
পীরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মূক্তার হোসেন দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, সকাল সোয়া নয়টার দিকে পীরগঞ্জ স্টেশনের উত্তর দিকে পঞ্চগড়- দিনাজপুর রেল সড়কের জগথা নামক স্থানে একটি অস্বীকৃত গেট দিয়ে মোটরসাইকেল নিয়ে পার হওয়ার সময় ঢাকাগামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে পীরগঞ্জ দমকল বাহিনীর সদস্যরা দুর্ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করেন।
কোর্ট সূত্র জানিয়েছে, নিহতরা কোর্টের আদেশ জারি করতে পীরগঞ্জে এসেছিলেন।
এই দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।
মরদেহ ময়না তদন্তসহ পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর রেল পুলিশকে সংবাদ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Comments