যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পেন্সকে হত্যার হুমকি
ট্রাম্প-সমর্থক আইনজীবী লিন উড যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে তদন্ত করছে দেশটির সিক্রেট সার্ভিস।
আজ সোমবার ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিন উডকে গত সপ্তাহে টু্ইটার থেকে ব্যান করা হয়। এর আগে তিনি এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘ফায়ারিং স্কোয়াড তৈরি রাখো। সবার আগে যাবে পেন্স।’
সিক্রেট সার্ভিসের মুখপাত্র ফক্স নিউজকে বলেন, ‘আমরা এই মন্তব্য সম্পর্কে অবগত আছি এবং সব ধরনের হুমকিকেই গুরুত্বের সঙ্গে নিচ্ছি।’
ক্যাপিটল হাউজে হামলার সময় ট্রাম্প-সমর্থকরা মাইক পেন্সকে ‘ফাঁসিতে ঝোলানো’র স্লোগান দেয়। সেসব ভিডিও ক্লিপ দেখে সিক্রেট সার্ভিস এবং দেশটির অন্যান্য সংস্থাগুলো তদন্ত করছে বলেও জানানো হয় প্রতিবেদনে।
গত বুধবার কংগ্রেসে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের ইলেক্টোরাল কলেজ জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি অনুষ্ঠান শুরু হলে, একদল ট্রাম্প-সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়।
এর একদিন পর দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। টুইটারে ‘হ্যাং মাইক পেন্স’ হ্যাশট্যাগ ছড়িয়ে পরে। সেসব টুইট সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।
Comments