নারায়ণগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সদর উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মো. রাকিব মিয়া (২২) কে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, গত শনিবার রাতে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্ত। শিশুটিকে অচেতন অবস্থায় রাকিবের ঘর থেকে উদ্ধার করা হয়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি বলেন, এ ঘটনায় পরদিন শিশুটির বাবা বাদী হয়ে একজনকে আসামি করে ধর্ষণ মামলা করেন। আজ ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিবকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
Comments