আশুলিয়ায় বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা চালুর দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
আজ সোমবার সকাল ১১টায় আশুলিয়ার বগাবাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন ওই কারখানার দুই শতাধিক শ্রমিক। বিক্ষোভ মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে আশুলিয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিকরা জানান, ওমর ফু সোয়েটার লিমিটেডের ওই কারখানাটিতে প্রায় তিন শতাধিক শ্রমিক কাজ করত। কাজ না থাকার অজুহাতে গত ১ ডিসেম্বর থেকে কারখানাটি একমাসের জন্য বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। তবে, চালুর কথা ছিল গত ১ জানুয়ারি। কিন্তু, ওই দিন কারখানার গেটের সামনে গেলে গেট তালাবন্ধ দেখতে পান শ্রমিকরা।
পরবর্তীতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কাজ না থাকার কথা বলে কারখানাটি চালু না করার কথা জানান তারা। পরে, শ্রমিকরা ডিসেম্বর মাসের বেতনের দাবি জানালে কর্তৃপক্ষ তাও পরিশোধ করেননি।
বিষয়টি নিয়ে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া থানা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম বলেন, ‘চাকরি হারা প্রায় ৩০০ শ্রমিক বেতন-ভাতা না পাওয়ায় চরম দুর্ভোগে আছেন। শ্রমিকরা ঘর ভাড়া দিতে পারছেন না, দোকানের বাকি টাকাও পরিশোধ করতে পারছেন না। এই মুহূর্তে কারখানা চালু করে শ্রমিকদের বেতন পরিশোধ করা হোক। অথবা কারখানা কর্তৃপক্ষ যদি কারখানা চালু করতে না পারে তাহলে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিক।’
‘আমরা বিষয়গুলো কলকারখানা অধিদপ্তরসহ বিভিন্ন মহলে জানিয়েছি,’ বলেন ফরিদুল।
এ বিষয়ে জানতে ওমরফু লিমিটেডের কারখানা ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।
Comments