রাজশাহীতে জোড়া লাগানো যমজ শিশু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুক ও পেটে সংযুক্ত যমজ শিশুর জন্ম হয়েছে।
রাজশাহী
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুক ও পেটে সংযুক্ত যমজ শিশুর জন্ম হয়েছে। 

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওশাদ আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার রুবেল হোসেনের স্ত্রী আংগুরি বেগম হাসপাতালে আজ সোমবার ভোরে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যমজ বাচ্চার জন্ম দেন। 

‘শিশুদের পৃথক মাথা, হাত এবং পা থাকলেও তাদের বুকের নিচে এবং পেটে একে অপরের সাথে সংযুক্ত হয়ে আছে,’ বলেন তিনি। 

তিনি জানান, এই ধরনের শিশুদের চিকিত্সার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যথেষ্ট সুবিধা নেই।  শিশুদের বাবা-মাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) তে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বাচ্চাদের নানি আনোয়ারা বেগম জানান, রবিবার সন্ধ্যায় আঙ্গুরিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে পরীক্ষা করে দেখার পরে হাসপাতালের চিকিৎসকরা তাকে রাজশাহীতে পাঠিয়ে দেন।

আঙ্গুরিকে রাত ২টার দিকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছিল এবং তিন ঘণ্টা পরে তার সিজারিয়ান অপারেশন হয়।

সোমবার দুপুর ২টায় তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলে তারা বাচ্চাদের নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার জন্য বাড়িতে ফিরে যায় বলে জানা গেছে।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

24m ago