সিআইএ’র পরিচালক হিসেবে উইলিয়াম বার্নসকে বেছে নিলেন বাইডেন
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক হিসেবে অভিজ্ঞ কূটনীতিবিদ উইলিয়াম বার্নসকে বেছে নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
আজ সোমবার তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
দ্য গার্ডিয়ান জানায়, উইলিয়াম বার্নস রাশিয়া এবং জর্ডানের প্রাক্তন রাষ্ট্রদূত ছিলেন। ৬৪ বছর বয়সী বার্নস রিপাবলিকান এবং ডেমোক্রেটিক প্রেসিডেন্টদের অধীনে স্টেট ডিপার্টমেন্টে ৩৩ বছর কাজ করেছেন।
জো বাইডেন এক বিবৃতিতে বলেন, ‘বার্নস একজন আদর্শ কূটনীতিবিদ। তার বিশ্ব মঞ্চে দশকের পর দশক কাজের অভিজ্ঞতা আছে।’
গার্ডিয়ান জানায়, বার্নস পররাষ্ট্রমন্ত্রী পদের প্রার্থী ছিলেন বলে জানা গেছে। তবে, সেই পদে বাইডেন তার বদলে অ্যান্টনি ব্লিনকেনকে বেছে নিয়েছেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, বার্নস ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি আলোচনায় ওবামা প্রশাসনের নেতৃত্ব দেন। এর আগে তিনি রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে কার্নেগী এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর প্রেসিডেন্টের দায়িত্বে আছেন।
বিবিসি আরও জানায়, যদি সিনেট তাকে নিশ্চিত করে, তাহলে এই পদে তিনিই হবেন প্রথম পেশাদার কূটনীতিবিদ।
Comments