চোটের হানায় শেষ টেস্টের একাদশ নিয়ে বিপাকে ভারত

সিডনিতে অবিস্মরণীয় ড্রয়ের রেশ থাকতেই পরের টেস্ট নিয়ে সফরকারীদের কপালে অস্বস্তির ভাঁজ।
Ravindra Jadeja & hanuma vihari
রবীন্দ্র জাদেজা ও হনুমা বিহারি। ফাইল ছবি

লম্বা স্কোয়াড নিয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। কিন্তু সিরিজ চলাকালীন চোটের সারিও হয়েছে লম্বা। সিডনিতে অবিস্মরণীয় ড্রয়ের রেশ থাকতেই পরের টেস্ট নিয়ে সফরকারীদের কপালে অস্বস্তির ভাঁজ।

অস্ট্রেলিয়া সফরের আগেই চোটে ছিটকে যান মূল একাদশের নিয়মিত পেসার ইশান্ত শর্মা। প্রথম টেস্টে চোট পেয়ে বাদ পড়েন মোহাম্মদ শামি। দ্বিতীয় টেস্টে একই দশা হয় উমেশ যাদবের। তৃতীয় টেস্টে সেই তালিকায় যোগ হচ্ছেন রবীন্দ্র জাদেজা আর হনুমা বিহারি।

সিডনিতে প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে সেরা পারফর্মার ছিলেন জাদেজা। ব্যাট করতে নেমে বাঁহাতের বড়ো আঙুলে চোট পান তিনি। স্ক্যানে ধরা পড়ে চিড়। জাদেজাকে আর ওই ম্যাচের বাকি সময় পাওয়া যায়নি। ব্রিসবেনে শেষ টেস্টে জাদেজার ছিটকে যাওয়ার খবর এরমধ্যে নিশ্চিত করে ফেলেছে ভারতের টিম ম্যানেজমেন্ট।

শেষ ইনিংসে অসাধারণ দৃঢ়তায় ম্যাচ বাঁচিয়ে নায়ক বনেছিলেন বিহারি। ১৬১ বলে ২৩ রানের এক চোয়ালবদ্ধ দৃঢ়তায় রবীচন্দ্রন অশ্বিনকে নিয়ে তিনি পার করে দেন ৪২ ওভারের বেশি। অমন ইনিংসের মাঝেই চোটে পড়েন তিনি। হ্যামস্ট্রিংয়ের ব্যথা সয়েই দলকে বাঁচিয়েছেন। কিন্তু ম্যাচের পর তার পায়ে স্ক্যান করে খবর ভালো পাওয়া যায়নি।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া দলের এক সূত্রে জানিয়েছে বিহারি এমনকি ইংল্যান্ডের পরের সিরিজও খেলতে পারবেন কিনা তা নিয়েও আছে সংশয়।

চোট যদি সত্যিই গুরুতর হয় বিশেষজ্ঞ ব্যাটসম্যান বিহারির বদলে কাকে খেলানো হবে তা নিয়ে গভীর চিন্তা করতে হবে ভারতকে। স্কোয়াডে আছেন আর দুই ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ। কিন্তু দুজনেই ব্যাট করেন টপ অর্ডারে। লোয়ার অর্ডারে তাদের মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। এরমধ্যে পৃথ্বী নেই ছন্দেও। আরেকজনকে দিয়ে অবশ্য অভাব পূরণ করতে পারে ভারত। প্রথম টেস্টের পরই বাদ পড়া কিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা আছেন দলে। কিপিং দক্ষতায় তিনি ভারতের সেরা। কিন্তু অস্ট্রেলিয়ার উইকেটে বেশ নড়বড়ে ব্যাট করতে দেখা গেছে তাকে। ঋদ্ধিমান বিশেষজ্ঞ কিপার হিসেবে খেললে রিশভ পান্ত নিতে পারেন বাড়তি দায়িত্ব।

কিন্তু রবীন্দ্র জাদেজার অভাব মেটানো এই মুহূর্তে প্রায় অসম্ভব। দারুণ কার্যকর বোলিং, ক্ষিপ্র ফিল্ডিং আর ব্যাটিং দক্ষতায় তিনি দ্বিতীয় টেস্ট থেকেই ভারতকে যোগাচ্ছেন বাড়তি অক্সিজেন। তার বদলে একজন বাড়তি পেসার খেলালে ব্যাটিং শক্তি কিছুটা কমবে ভারতের।

১৫ জানুয়ারি ব্রিসবেনে চতুর্থ টেস্টে নামবে দুদল। ১-১ সমতায় থাকা বোর্ডার-গাভাস্কার ট্রফির কার হাতে উঠবে ঠিক হবে ওই টেস্টেই।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago