চুরির অপবাদে টাঙ্গাইলে নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় চুরির অপবাদে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে সাগরদিঘী পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
নির্যাতনের ঘটনায় গত রোববার মামলা হলেও বিষয়টি আজ জানা যায়। ভুক্তভোগী নারী বাদী হয়ে রোববার রাতে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচ জনকে আসামি করা হয়েছে।
জাকির হোসেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা। তিনি দ্য ডেইলি স্টারকে আরও বলেন, উপজেলার মালির চালা গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম ভুঁইয়া গ্রামবাসীদের জানিয়েছেন, তার বাড়িতে চুরি হয়েছে। বাড়ির দলিল এবং স্বর্ণালংকার পাওয়া যাচ্ছে না। চুরির অপবাদ দিয়ে মনিরুল ও তার দুই বোন প্রতিবেশী এক নারীকে প্রায় চার ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং নির্যাতন করেন। গ্রামবাসীর প্রতিবাদের মুখে মনিরুল তাকে ছেড়ে দেন।
মামলা দায়েরের পর থেকে আসামিরা সবাই পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে— বলেন জাকির হোসেন।
Comments