কুয়াকাটায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আবাসিক হোটেলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শোভন শাহরিয়ার এ আদেশ দেন।
মহিপুর থানার পরিদর্শক মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করার পরে গত রাতেই পুলিশ তিন আসামিকে গ্রেপ্তার করেছে। ১০ থেকে ১৫ দিন আগে মোবাইল ফোনে এক আসামির সঙ্গে ওই নারীর পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে রোববার সন্ধ্যায় তিনি কুয়াকাটায় বেড়াতে আসেন। আসামিরাই তাকে সিলভার ক্রাউন নামে একটি আবাসিক হোটেলে কক্ষ ভাড়া করে দেন। সেখানে আসামিরা তাকে ধর্ষণ করেন। পরদিন দুপুরে সুযোগ পেয়ে তিনি হোটেল থেকে পালিয়ে থানায় আসেন। তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
Comments