পাহাড় কাটায় কুমিল্লার সেই ২ কনস্ট্রাকশন ফার্মকে জরিমানা

পাহাড় কাটার ঘটনা তদন্ত করতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্যের হুমকি দেওয়ার প্রায় এক মাস পর ওই দুই কনস্ট্রাকশন ফার্মকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
Comilla Map
স্টার অনলাইন গ্রাফিক্স

পাহাড় কাটার ঘটনা তদন্ত করতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্যের হুমকি দেওয়ার প্রায় এক মাস পর ওই দুই কনস্ট্রাকশন ফার্মকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর খুলশীতে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এক শুনানি শেষে এ জরিমানা করা হয়।

জরিমানার আওতায় আসা প্রতিষ্ঠান দুটি হল টেকনো বিল্ডার্স ও হক এন্টারপ্রাইজ। এ দুটি প্রতিষ্ঠান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া-লোলবাড়িয়া ও রতনপুর-চণ্ডীমুড়া সড়ক প্রশস্তকরণের কাজ করছিল।

গত বছরের শেষের দিকে এক লাখ ১৪ হাজার ঘনফুট পাহাড় কেটে সড়ক প্রশস্ত করার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সংক্রান্ত প্রতিবেদন দেওয়ায় পরিবেশ অধিদপ্তর কুমিল্লা জেলার উপ-পরিচালককে ফোনে হুমকি দিয়েছিলেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শুনানি পিছিয়ে নিতে তারা সময় প্রার্থনা করলে প্রথমবার সেটা দেওয়া হয়েছিল। আজকেও তারা সময় চেয়েছে শুনানি পেছানোর জন্য।’

‘কিন্তু কোনো যুক্তিগ্রাহ্য কারণ না থাকায় আজকে আমরা শুনানি করেছি। শুনানি শেষে প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদের পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে’, বলেন তিনি।

আরও পড়ুন:

‘খুব ক্ষমতা না, তালা ঝুলিয়ে দিব অফিসে’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago