চোটে বিধ্বস্ত ভারত, প্রয়োজনে নামতে প্রস্তুত শেবাগ!

অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোটের কারণে চরম নাজুক দশা ভারতের। একের পর পর খেলোয়াড় চোটে পড়ায় শেষ টেস্টে একাদশ বানানো নিয়েই বিপাকে তারা। চোট-জর্জর দলের পরিস্থিতি বোঝাতে মজা করে সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ বললেন, প্রয়োজন হলে অস্ট্রেলিয়া উড়ে যেতে তৈরি তিনি!
অস্ট্রেলিয়া সফরের আগেই ছিটকে যান দলের মূল পেসারদের একজন ইশান্ত শর্মা। প্রথম টেস্টে চোট পেয়ে বাদ পড়েন মোহাম্মদ শামি। দ্বিতীয় টেস্টে চোটে পড়ে সফর শেষ হয় আরেক পেসার উমেশ যাদবের। এরপর কোনো ম্যাচ না খেলে ছিটকে যান লোকেশ রাহুল।
তৃতীয় টেস্টে ভারত হারিয়েছে তিন জনকে। অসাধারণ দৃঢ়তায় ড্র করা ম্যাচে বাঁহাতের বুড়ো আঙুল ফেটে বিদায় নেন রবীন্দ্র জাদেজা। হ্যামস্ট্রিংয়ের চোট থামিয়ে দেয় হনুমা বিহারিকে। দলের সেরা পেসার হিসেবে ভরসা হয়ে থাকা জসপ্রিত বুমরাহ এই তালিকার সবশেষ সংযোজন। তলপেটের চোটে ব্রিসবেনে চতুর্থ টেস্ট নেই তিনিও।
নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি প্রথম টেস্টের পরই ব্যক্তিগত কারণে দেশে ফিরে গিয়েছিল। সবমিলিয়ে টিম কম্বিনেশন নিয়ে তাই মহাবিপাকে ভারত।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে চোটে পড়া খেলোয়াড়দের ছবি কোলাজ করে শেবাগ মজার সুরে প্রতিক্রিয়া দিলেন এই পরিস্থিতির, ‘এতজন খেলোয়াড় চোটগ্রস্ত। ১১ জন না হলে অস্ট্রেলিয়া যেতে আমি তৈরি। কোয়ারেন্টিন (পরে) দেখা যাবে।’
আগামী ১৫ জানুয়ারি ব্রিসবেনে শুরু হবে বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্ট। ১-১ ব্যবধানে সমতায় থাকা সিরিজে নিশ্চিতভাবেই নতুন একটা টিম কম্বিনেশন নিয়ে নামতে দেখা যাবে আজিঙ্কা রাহানেদের।
Comments