ডিরেক্টরস গিল্ডের নির্বাচন ২৬ ফেব্রুয়ারি

টেলিভিশন নাট্যপরিচালকদের সবচেয়ে বড় সংগঠন ডিরেক্টরস গিল্ডের গঠনতন্ত্র অনুযায়ী গত বছরের ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সে সময় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল। এবার সংগঠনটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

টেলিভিশন নাট্যপরিচালকদের সবচেয়ে বড় সংগঠন ডিরেক্টরস গিল্ডের গঠনতন্ত্র অনুযায়ী গত বছরের ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। সে সময় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছিল। এবার সংগঠনটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

বিষয়টি নিশ্চিত করে ডিরেক্টরস গিল্ড সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে। সেভাবেই সদস্যরা নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন নাট্যজন এসএম মহসীন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকবেন ঝুনা চৌধুরী ও অনন্ত হীরা। এ ছাড়া, আপিল বিভাগের দায়িত্ব পালন করবেন গুণী তিন অভিনয় শিল্পী সৈয়দ হাসান ইমাম, মামুনুর রশীদ ও আবুল হায়াত।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ডিরেক্টরস গিল্ডের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে নির্বাচন নিয়ে সিদ্বান্ত নেওয়া হয়। ডিরেক্টরস গিল্ডের বর্তমান সভাপতি নাট্যপরিচালক সালাউদ্দিন লাভলু এবং সাধারণ সম্পাদক নাট্যপরিচালক এসএ হক অলিক।

সালাউদ্দিন লাভলু দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘সামনের নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না। নতুন নেতৃত্ব আসুক।’

চলতি কমিটির সাধারণ সম্পাদক এসএ হক অলিক দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘আমাদের সংগঠনের পূর্ণকালীন যেকোনো সদস্য নির্বাচনা করার যোগ্যতা রাখেন। অবশ্য তফসিল ঘোষণার পর কিছু নতুন নিয়ম আসতে পারে।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

1h ago