রোনালদিনহোর জন্য রোনালদোকে কিনেনি বার্সেলোনা

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে তখন মাত্রই ৩০ মিলিয়ন পাউন্ড খরচ করে রোনালদিনহোকে কিনে আনে বার্সেলোনা। মেক্সিকোর রাফায়েল মার্কুয়েজের মতো তারকা ডিফেন্ডারও তখনই কিনে দলটি। এ সময়ই ক্রিস্তিয়ানো রোনালদোকে কেনার প্রস্তাবও পায় দলটি। কিন্তু দল বদলের জন্য বরাদ্দ অর্থ খরচ হয়ে যাওয়ায় তার প্রতি আর আগ্রহ দেখায়নি দলটি। অন্যথায় রোনালদিনহো ও লিওনেল মেসির সঙ্গে রোনালদোকেও হয়তো একই তাঁবুতে দেখা যেতে পারতো।
ছবি: সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে তখন মাত্রই ৩০ মিলিয়ন পাউন্ড খরচ করে রোনালদিনহোকে কিনে আনে বার্সেলোনা। মেক্সিকোর রাফায়েল মার্কুয়েজের মতো তারকা ডিফেন্ডারও তখনই কিনে দলটি। এ সময়ই ক্রিস্তিয়ানো রোনালদোকে কেনার প্রস্তাবও পায় দলটি। কিন্তু দল বদলের জন্য বরাদ্দ অর্থ খরচ হয়ে যাওয়ায় তার প্রতি আর আগ্রহ দেখায়নি দলটি। অন্যথায় রোনালদিনহো ও লিওনেল মেসির সঙ্গে রোনালদোকেও হয়তো একই তাঁবুতে দেখা যেতে পারতো। 

২০০৩ সালের গ্রীষ্মে ফুটবল পাড়ায় এক পাগলাটে দল বদল হয়। একটি দলের সঙ্গে চুক্তি করে অন্য দলে যোগ দেওয়াটাই যেন স্বাভাবিক ছিল সেবার। শুরুটা হয় ডেভিড ব্যাকহামকে দিয়ে। বার্সেলোনায় যোগ দেওয়া সিদ্ধান্ত হয় চূড়ান্ত। এ শূন্যতা পূরণ করতে ম্যানচেষ্টার ইউনাইটেডের রোনালদিনহোকে কেনার কথা পাকা করে রাখে পিএসজির সঙ্গে।

কিন্তু চুক্তি করার ঠিক আগের রাতেই সব উলটপালট। ম্যানইউকে বড় প্রস্তাব দিয়ে ব্যাকহামকে কিনে নেয় রিয়াল মাদ্রিদ। তার জেদেই পিএসজি থেকে রোনালদিনহোকে বড় প্রস্তাব দিয়ে কিনে আনে বার্সা। ভালো বিকল্প না পেয়ে শূন্যতা পূরণ করতে তাই স্পোর্টিং লিসবন থেকে রোনালদোকে কিনতে বাধ্য হয় ম্যানইউ। তবে অর্থ থাকলে ম্যানইউর এ ট্রান্সফারটা ঠেকিয়ে দিতে পারতো কাতালান ক্লাবটি।  

আসন্ন নির্বাচন উপলক্ষে প্রতিনিয়তই নতুন নতুন গল্প বলছেন হুয়ান লাপোর্তা। তার একটি বলতে গিয়েই বললেন এ অবিশ্বাস্য কথা। চাইলেই মেসি, রোনালদো ও রোনালদিনহোকে একসঙ্গে খেলাতে পারতেন তিনি, 'তখন আমরা মাত্রই রোনালদিনহো ও রাফা মার্কুয়েজকে কিনেছি। মার্কুয়েজের মুখপাত্ররা আমাকে তখন ক্রিস্টিয়ানো রোনালদোকেও কিনতে বলে। সে তখন স্পোর্টিং ক্লাবে ছিল।'

রোনালদোকে কেনার জন্য তার মুখপাত্রদের একজনের সঙ্গে আলোচনাও হয়েছে বলে জানালেন বার্সার এ সাবেক সভাপতি, 'তার (রোনালদো) মুখপাত্রদের একজন আমাকে জানায় যে তাদের একজন খেলোয়াড় আছে, যাকে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে প্রায় ১৯ মিলিয়ন ইউরোতে বিক্রি করছে। কিন্তু আমি যদি চাই, তারা আমাকে ১৭ মিলিয়ন ইউরোতেই বিক্রি করতে ইচ্ছুক।'

তবে কেন রোনালদোকে কিনতে পারেননি তার ব্যাখ্যাও দিয়েছেন লাপোর্তা, 'কিন্তু তখন আমরা রোনালদিনহোকে কিনেছি। আর ক্রিস্টিয়ানোও তখন মাঝে নয়, অনেকটা দূরে (উইঙ্গার হিসেবে) খেলত। আমাদের মনে হলো ওই জায়গাটা আমরা পূরণ করতে পেরেছি। এ জন্য আমরা এ প্রস্তাব ফিরিয়ে দেই। আর এ জন্য আমার কোনো আফসোসও নেই।'

Comments

The Daily Star  | English
Badiul Alam Majumder

Elections won’t be unacceptable without AL: Badiul Alam

Dr Badiul Alam Majumdar, secretary of 'Citizens for Good Governance' (SHUJAN), has said elections will "not be unacceptable" without Awami League's participation..AL has completely destroyed the electoral system in this country by conducting "dummy, one-sided and midnight" elections, he sa

2h ago