পর্যাপ্ত গণপরিবহনসহ ৫ দফা দাবিতে খুলনায় মানববন্ধন

খুলনা শহরে পর্যাপ্ত সংখ্যক গণপরিবহন চালুসহ পাঁচ দফা দাবিতে নগরীর দৌলতপুর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করেছে আগুয়ান-৭১ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সদস্যরা।

খুলনা শহরে পর্যাপ্ত সংখ্যক গণপরিবহন চালুসহ পাঁচ দফা দাবিতে নগরীর দৌলতপুর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানববন্ধন করেছে আগুয়ান-৭১ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, খুলনা শহরে লোকাল বাসের অভাব দীর্ঘদিনের। গণপরিবহন না থাকায় নিম্নআয়ের মানুষ যাতায়াতের সময় বিভিন্ন দুর্ভোগের শিকার হন। শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকেই যাতায়াত বাবদ প্রত্যেকদিন বড় অংকের অর্থ ব্যয় করে।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ১. আগামী এক মাসের মধ্যে খুলনা শহরে পর্যাপ্ত সংখ্যক দোতলা বিআরটিসি বাস চালু করা। ২. আগামী এক মাসের মধ্যে খুলনা শহর থেকে লাইসেন্সবিহীন অবৈধ গাড়ি উচ্ছেদ করা। ৩. মাহেন্দ্র, সিএনজি ও ইজিবাইকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা। ৪. সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত ভাড়ার তালিকা মাহেন্দ্র, সিএনজি ও ইজিবাইকের ঝুলিয়ে রাখা। এবং ৫. কেডিএ অধীনস্থ রূপসা-শিপইয়ার্ড সড়কসহ সকল ভাঙা সড়ক সংস্কার করতে হবে।

নিসচা খুলনা মহানগর শাখার সভাপতি এসএম ইকবাল হোসেন বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা জেলা আগুয়ান-৭১ এর সভাপতি আবিদ শান্ত, নিসচা খুলনা মহানগরের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, খুলনা সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডয়ের কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী।

Comments

The Daily Star  | English

Trade, commerce resume with Bangladesh: New Delhi

Indian High Commissioner to Bangladesh Pranay Verma made the statement when he called on Chief Adviser Professor Muhammad Yunus

13m ago