'লিভারপুলে দারুণ সুখে আছেন সালাহ'
লিভারপুলে সুখে নেই মোহামেদ সালাহ। ক্লাব ছাড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে ফুটবল পাড়ায় এ গুঞ্জন বেশ চড়া। সম্ভাব্য নতুন ক্লাব হিসেবে রিয়াল মাদ্রিদের নামও শোনা যাচ্ছে বেশ জোরেশোরে। কিন্তু এ সকল গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তার ক্লাব সতীর্থ ফেবিনহো। অ্যানফিল্ডে সালাহ বেশ সুখেই আছেন বলে জোর দাবী করেন এ ব্রাজিলিয়ান।
তবে দল বদলের বাজারে উড়তে থাকা গুঞ্জনকে স্বাভাবিক বলছেন ফেবিনহো। শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের নাম বিভিন্ন ক্লাবের সঙ্গে থাকবে, এমনটা স্বাভাবিক মনে হয় এ ব্রাজিলিয়ানের কাছে, 'বড় খেলোয়াড়দের সবসময়ই বিভিন্ন ক্লাবে যাওয়ার গুঞ্জন থাকে। সালাহ লিভারপুলের হয়ে খেলছে, বিশ্বের অন্যতম বড় ক্লাবে। আমার মনে হয় অন্য দলের সঙ্গে তার নাম জড়ানো খুব স্বাভাবিক ঘটনা, বিশেষ করে ভিন্ন লিগের দলগুলোর।'
আর লিভারপুলে সালাহ বেশ খুশি রয়েছেন জানিয়ে বলেন, 'যাই হোক, আমি তাকে এখানে খুবই খুশি দেখে আসছি এবং সে তার চলতি মৌসুমের পারফরম্যান্সেও খুশি। তার চাহিদা অনেক বেশি, সে সেরা হতে চায়। সে দলকে সাহায্য করতে চায় এবং এরজন্য সে অনেক কঠোর পরিশ্রম করছে। এটা সবসময়ের ঘটনা এবং এরমধ্যে কোনো পরিবর্তন নেই। সে নিয়মিত গোল দিচ্ছে যেটা এখন সবাই দেখতে পাচ্ছে। ড্রেসিং রুমে সে সবসময়ই সবার সঙ্গে কথা বলে এবং মজা করে।'
কিন্তু এতো কিছুর পরও বাজারে গুঞ্জন থেমে নেই। যার প্রভাব সালাহর খেলায় পড়ছে বলে মনে করেন অনেকেই। সবশেষ তিন ম্যাচে কোনো গোল নেই এ মিশরীয় তারকার। তবে এসব নিয়ে ভাবছেন না ফেবিনহো, 'আমি তাকে প্রভাবিত করার কিছুই দেখছি না। সামগ্রিকভাবে, আমি সংবাদগুলো দেখি না তাই আমি কোনও গুঞ্জন সম্পর্কে নিশ্চিত নই। আমি যেমন বলেছি, শীর্ষ মানের খেলোয়াড়দের নাম সর্বদা বড় ক্লাবগুলির সঙ্গে যুক্ত থাকবে।'
সাপ্তাহিক দুই লাখ পাউন্ড বেতন পাওয়া সালাহর সঙ্গে লিভারপুলের চুক্তি এখনও দেড় বছর বাকি রয়েছে। আগামী ২০২২ সালের গ্রীষ্মে অলরেডদের সঙ্গে তার চুক্তি মেয়াদ ফুঁড়বে। তাই গুঞ্জন যতোই থাকুক এখনও তাকে নিয়ে বড় দুশ্চিন্তায় নেই তারা। নতুন চুক্তি করার জন্য লম্বা সময় হাতে রয়েছে দলটির।
Comments