দুই গোলের লিড হাতছাড়ার পর জুভেন্টাসের নাটকীয় জয়

কোপা ইতালিয়ার শেষ আট নিশ্চিত করেছে এসি মিলান, ইন্টার মিলান আর নাপোলিও।
juventus genoa
ছবি: টুইটার

ম্যাচের শুরুর দিকে দুই গোলে এগিয়ে গেলেও তা ধরে রাখতে পারেনি জুভেন্টাস। দমে না গিয়ে গোল শোধ করে দারুণভাবে সমতায় ফেরে জেনোয়া। কিন্তু অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন হামজা রাফিয়া। তিউনিসিয়ার ২১ বছর বয়সী এই মিডফিল্ডারের লক্ষ্যভেদে কোপা ইতালিয়ার শেষ আটে উঠল আন্দ্রেয়া পিরলোর শিষ্যরা।

বুধবার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে শেষ ষোলোর লড়াইয়ে ৩-২ গোলে জেতে স্বাগতিকরা। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হবে সাসুয়োলো ও স্পালের মধ্যকার ম্যাচের জয়ী দলের।

ম্যাচের দ্বিতীয় মিনিটে দেয়ান কুলুসেভস্কি এগিয়ে দেন তুরিনের বুড়িদের। ২৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো মোরাতা। পাঁচ মিনিট পর জেনোয়ার হয়ে ব্যবধান কমান লেনার্ট জাইবোরা। বিরতির পর ৫৪তম মিনিটে ২৫ গজ দূর থেকে মার্কো পিয়াকার শট ক্রসবারে বাধা পেলে সমতায় ফেরা হয়নি তাদের। তবে ৭৪তম মিনিটে আর হতাশ হয়নি সফরকারীরা। ফিলিপ্পো মেলেগোনি স্কোরলাইন করেন ২-২।

উপায়ন্তর না পেয়ে ক্রিস্তিয়ানো রোনালদোকে ৮৬তম মিনিটে মাঠে নামান পিরলো। তবে অতিরিক্ত সময়ে নায়ক বনে যান রাফিয়া। ১০৪তম মিনিটে মোরাতার ক্রস ডি-বক্সের ভেতরে বিপদমুক্ত করতে ব্যর্থ হয় জেনোয়ার রক্ষণভাগ। ফলে দ্বিতীয় প্রচেষ্টায় শরীর বাঁকিয়ে ঘুরে শট নিয়ে নিশানা ভেদ করেন রাফিয়া।

চার মিনিট পর ফের সমতায় প্রায় ফিরেই গিয়েছিল জেনোয়া। নিকোলো রোভেল্লার কর্নারে আইভান রাদভানোভিচের হেড জুভ গোলরক্ষক জিয়ানলুইজি বুফনকে ফাঁকি দিয়ে যাচ্ছিল জালের দিকে। কিন্তু গোললাইন থেকে বল ফিরিয়ে দেন আর্থুর। বাকিটা সময়ে আর কোনো গোল না হলে ওই স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

কোপা ইতালিয়ার শেষ আট নিশ্চিত করেছে এসি মিলান, ইন্টার মিলান আর নাপোলিও।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

In order to improve law and order, the government last night gave the power of magistracy to commissioned army officers for 60 days.

3h ago