জিএম কাদের করোনায় আক্রান্ত
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলের উপনেতা জিএম কাদেরের করোনা শনাক্ত হয়েছে। চিকিৎসকের পরমর্শ অনুযায়ী তিনি বাসায় আইসোলেশনে আছেন। আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেসসচিব খন্দকার দেলোয়ার জালালী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘জিএম কাদেরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কয়েকদিন থেকে দলের চেয়ারম্যান শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন। গত ১২ জানুয়ারি তার করোনা শনাক্ত হয়।’
তিনি আরও বলেছেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জিএম কাদের ওষুধ ও স্বাভাবিক খাবার খাচ্ছেন। তিনি কোনো শারীরিক জটিলতায় ভুগছেন না।’
Comments