বিজিবির করা মানহানি মামলায় ব্লাস্ট কর্মীর জামিন

বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) করা শত কোটি টাকার মানহানি মামলায় জামিন পেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের নারী কর্মী।
কক্সবাজার
স্টার অনলাইন গ্রাফিক্স

বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) করা শত কোটি টাকার মানহানি মামলায় জামিন পেয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের নারী কর্মী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক তামান্না ফারাহ তার জামিন মঞ্জুর করেন।

ওই এনজিও কর্মীর আইনজীবি আবদুস শুক্কুর দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতের নির্দেশক্রমে সমনের দিন হাজির হয়ে জামিন আবেদন করেন ওই নারী এনজিও কর্মী। আদালত তার আবেদন আমলে নিয়ে তার জামিন মঞ্জুর করেন।

গত বছরের ১০ নভেম্বর বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ আনায় আদালতে ওই নারীর বিরুদ্ধে শতকোটি টাকার মানহানির মামলা করে বিজিবি।

টেকনাফ বিজিবির দমদমিয়া তল্লাশি চৌকির দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদি হয়ে মামলাটি করেন।

২২ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় কক্সবাজার জেলার টেকনাফ থানা পুলিশ। সেইদিন আদালত প্রতিবেদনটি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন দেয় আদালত। সমনের নির্ধারিত দিন আজ তিনি আদালতে হাজির হন।

বিজিবির আইনজীবি সাজ্জাদুল করিম দ্য ডেইলি স্টারকে জানান, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে এনজিও'র নারী কর্মী বিজিবির মতো একটি সুশৃঙ্খল বাহিনীর মানহানি করেছে। তদন্ত প্রতিবেদনে সেটি উঠে এসেছে। আসামি জামিন পেলেও মামলার কার্যক্রম চলবে।

Comments

The Daily Star  | English

People want a party helmed by the youth

Forming an alternative political force and ensuring transparency in government work were the two issues that figured most prominently in the district-level views-exchange meetings organised by the Anti-Discrimination Students Movement.

13h ago