‘চেনা চেনা লাগে তবু অচেনা’ শ্যামল মিত্রের জন্মদিন আজ

শ্যামল মিত্র। ছবি: সংগৃহীত

কিংবদন্তি কণ্ঠশিল্পী শ্যামল মিত্রের আজ জন্মদিন। ১৯২৯ সালের ১৪ জানুয়ারি পশ্চিমবঙ্গের গোহাটিতে জন্মগ্রহণ করেন তিনি। গানের পাশাপাশি একজন সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত ছিলেন তিনি।

তিনি শ্রোতাদের অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। পঞ্চাশ ও ষাটের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন শ্যামল মিত্র।

বাংলাদেশের সিনেমাতেও গান গেয়েছিল কিংবদন্তি এই কণ্ঠশিল্পী। আলমগীর কবির পরিচালিত ‘সূর্য কন্যা’ সিনেমার ‘চেনা চেনা লাগে তবু অচেনা’ গানটি ছাড়াও  মমতাজ আলী পরিচালিত ‘রক্তাক্ত বাংলা’ সিনেমায় দুটি গান গেয়েছিলেন শ্যামল মিত্র।

তার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে আছে- আমার স্বপ্নে দেখা রাজকন্যা, তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, যা যারে যা যা পাখি, হংস পাখা দিয়ে, যদি কিছু আমারে শুধাও, আমি চেয়ে দেখি সারাদিন, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে ইত্যাদি।

শ্যামল মিত্রের সুরে বা সঙ্গীত পরিচালনায় কালজয়ী গানের তালিকায় আছে কিশোর কুমারের গাওয়া দুটি গান- কি আশায় বাঁধি খেলাঘর বেদনার বালুচরে, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া- হয়তো কিছুই নাহি পাবো। সতীনাথ মুখোপাধ্যায়ের গাওয়া- রাতের আকাশ তারায় রয়েছে।

শ্যামল মিত্র ১৯৮৭ সালের ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

45m ago