২০ জানুয়ারির মধ্যে সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির কার্যক্রম আগামী ২০ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষবর্ষে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির কার্যক্রম আগামী ২০ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিজিটাল লটারিতে প্রকাশিত ফল অনুযায়ী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত শিক্ষার্থীদের মূল জন্মনিবন্ধন সনদ, মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, বিশেষ চাহিদা সম্পন্ন কোটার সনদ, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সন্তানদের জন্যে সংরক্ষিত কোটার সনদসহ অন্যান্য সব কাগজপত্র যাচাই শেষে ভর্তি কার্যক্রম আগামী ২০ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, অপেক্ষমান তালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি আগামী ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে শেষ করতে হবে।

Comments

The Daily Star  | English

Fire breaks out on LPG tanker at Kutubdia anchorage

31 people, including 18 crew comprising nine Bangladeshis, eight Indonesians, and one Indian, were rescued

25m ago