শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৩০ জানুয়ারি পর্যন্ত
দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটি বাড়ানোর কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানো হয়েছে। তবে, কওমি মাদ্রাসাগুলো এই ছুটির আওতায় পড়বে না।
গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। ধাপে ধাপে এ ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ এ বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছিল। ছুটি এবার ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়ল।
আরও পড়ুন:
Comments