কোভিড সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে জরিমানা
কোভিড-১৯ পরীক্ষার সনদ ছাড়া যাত্রী আনায় টার্কিশ এয়ারলাইন্সকে তিন লাখ টাকা জরিমানা করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার ইস্তাম্বুল থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা এসে পৌঁছায় সেখানে তিন জন যাত্রীর কোভিড পরীক্ষার সনদ ছিল না।
বিমানবন্দরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল দ্য ডেইলি স্টারকে জানান, ওই তিন যাত্রীর সবাই বাংলাদেশি এবং একই পরিবারের সদস্য। যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করে ইস্তাম্বুল হয়ে তারা ঢাকায় আসেন।
যুক্তরাষ্ট্র থেকে তারা যাত্রা শুরুর আগে একজন ডাক্তারের কাছ থেকে কোভিডের লক্ষণ না থাকার সনদ নিয়েছিলেন। কিন্তু কোভিড সনাক্তকরণের জন্য নির্ধারিত পিসিআর টেস্ট কেউ করাননি। ঢাকায় পৌঁছানোর পর তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পিসিআর টেস্ট রিপোর্ট ছাড়া কোনো যাত্রীকে নিয়ে আসা হলে ঢাকায় পৌঁছার পর জরিমানার ব্যাপারটি টার্কিস এয়ারলাইন্সের অজানা ছিল না৷ এ কারণেই সেদিন ইস্তাম্বুল থেকে ঢাকাগামী ১০ জন যাত্রীর সঙ্গে কোভিড পরীক্ষার সনদ না থাকায় তাদের আসতে দেওয়া হয়নি। এর পরও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের ভুলের কারণে ওই তিন জন ঢাকায় চলে আসেন।
বিদেশ থেকে বাংলাদেশে আসতে হলে যাত্রা শুরুর ৭২ ঘণ্টা বা তারও কম সময় বাকি থাকতে নমুনা দিয়ে পিসিআর টেস্ট করিয়ে কোভিড নেগেটিভ রিপোর্ট হাতে নিয়ে আসতে হয়৷ এ নিয়মের ব্যত্যয় ঘটালে এয়ারলাইন্স জরিমানার মুখে পড়বে। আর যাত্রী যাবেন সেনাবাহিনী পরিচালিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে।
Comments