ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর সেতুর সংস্কার শুরু

ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের আমিনবাজারে সালেহপুর সেতুর ফাটল অংশের সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।
আজ দুপুরে দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন সড়ক ও জনপথ বিভাগের ঢাকা বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শামীম-আল মামুন।
তিনি বলেন, ‘গত বুধবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজার সালেহপুর সেতুর পুরাতন অংশের গ্রাইডারে বেশ কয়েকটি ফাটল দেখা দেয়। এরপর থেকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ কারণে মহাসড়কের সেতুর ওই অংশে ঢাকামুখী দুটি লেনে যানবাহন চলাচল বন্ধ আছে।’
‘আজ সকাল থেকে সংস্কার কাজ শুরু করা হয়েছে। আমরা চাই যত দ্রুত সম্ভব সংস্কার কাজ শেষ করতে। তবে, এ ধরনের কাজে একটু সময় বেশি লাগে,’ বলেন নির্বাহী প্রকৌশলী।
এর আগে, গতকাল তিনি দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, ‘সংস্কার কাজ শেষ করতে তিন সপ্তাহ সময় লাগবে।’
ঢাকা আরিচা মহাসড়কটিতে মূলত চার লেনে যানবাহন চলাচল করে। সেতুর ওই অংশে ঢাকামুখী দুটি লেন বন্ধ থাকায় এখন সব যানবাহন দুটি লেন দিয়ে চলাচল করছে। এ কারণে সেতু এলাকা থেকে মহাসড়কের উভয় পাশে প্রায় দেড় কিলোমিটার এলাকায় সবসময় যানজট লেগে আছে। ফলে, যাত্রীদের ঘণ্টাব্যাপী মহাসড়কে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানতে চাইলে সাভার হাইওয়ে থানার (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘পুলিশ প্রশাসন সবসময় মহাসড়ক যানজট মুক্ত রাখতে কাজ করছে।’
আরও পড়ুন:
Comments