শৈলকুপায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীর গাড়ি ভাঙচুর, সমর্থককে কুপিয়ে আহত

ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়েবুর রহমানের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
Shailakupa_Election_16Jan21.jpg
ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়েবুর রহমানের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ছবি: স্টার

ঝিনাইদহের শৈলকূপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়েবুর রহমানের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

বিশৃঙ্খলা সৃষ্টি হলে তৈয়েবুর রহমান কেন্দ্রের ভেতরে আটকে পড়েন। হামলাকারীরা গাড়ির কাঁচ ভেঙে ফেলে। তিনি অভিযোগ করেন, ‘প্রকাশ্যে ভোটারদের কাছ থেকে জোরপূর্বক নৌকায় ভোট নেওয়া হচ্ছে এমন কথা শুনে ১৪ নং ঝাউদিয়া কেন্দ্রে এসেছিলাম। নৌকার প্রার্থী কাজী আশরাফুল আলমের গুণ্ডাবাহিনী হামলা করে আমার গাড়ি ভাঙচুর করেছে। প্রাণ রক্ষার্থে আমি কেন্দ্রের ভেতরে আশ্রয় নিই। স্ট্রাইকিং ফোর্স এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

কাজী আশরাফুল আলম বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। দলীয় কোনো নেতাকর্মীকে বিশৃঙ্খলা করার নির্দেশ দেওয়া হয়নি।’

এ বিষয়ে জানতে চাইলে ঝাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাডিং অফিসার শরীফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে কেন্দ্রের বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বিজিবি সদস্যরা তৈয়েবুর রহমানকে উদ্ধার করে নিয়ে গেছেন। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

সকালে ভুলটিয়া এলাকায় আলাউদ্দিন নামে তৈয়েবুর রহমানের এক সমর্থককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আলাউদ্দিন খুলনা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলাউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ভুলটিয়া এলাকায় পৌঁছালে কাউন্সিলর প্রার্থী মন্নু হোসেনের নেতৃত্বে ১০ থেকে ২ জন আমাকে আক্রমণ করে। তারা চাপাতি দিয়ে আমার মাথায় কোপ দেয়।’

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ বলেন, ‘তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। আঘাত গুরুতর। রোগী শারীরিক অবস্থা আশঙ্কাজনক।’

কাউন্সিলর প্রার্থী মন্নু হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago