সন্তানদের কাছে রোনালদো-দিবালার গল্প করবেন মোরাতা
রিয়াল মাদ্রিদের পর জুভেন্টাসেও ক্রিস্তিয়ানো রোনালদোকে সঙ্গী হিসেবে পেয়েছেন। ইতালিয়ান সিরি আর বর্তমান চ্যাম্পিয়নদের ডেরায় দুজনের জুটি জমেছে বেশ। তুরিনের ক্লাবটিতে আছেন সময়ের আরেক সেরা খেলোয়াড় পাওলো দিবালা। তার সঙ্গেও একই দলে খেলতে পারায় ভীষণ রোমাঞ্চিত আলভারো মোরাতা। এই স্প্যানিশ স্ট্রাইকার জানান, পরবর্তী প্রজন্মকে রোনালদো-দিবালার সঙ্গে খেলার অভিজ্ঞতা শোনাবেন তিনি।
চলমান ২০২০-২১ মৌসুমের শুরুতে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ধারে জুভেন্টাসে যোগ দেন মোরাতা। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতালিতে পাড়ি জমিয়ে আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৯ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের গোলের যোগানও দিচ্ছেন মোরাতা। সিরি আতে পাঁচটি অ্যাসিস্ট করেছেন তিনি। আক্রমণভাগের শীর্ষে রোনালদোর সঙ্গে তার বোঝাপড়াটা জুভদেরকে দিচ্ছে বাড়তি কিছু।
শনিবার স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মোরাতা বলেন, রোনালদোর সঙ্গে ফের জোড় বাঁধতে পেরে আনন্দিত তিনি, ‘তার সঙ্গে খেলা অনেক সহজ। আমি তাকে বেশ কয়েক বছর যাবত চিনি। অনেক পরিস্থিতিতে স্বাভাবিক লোকেরা যখন গোল করতে পারে না, তখন রোনালদো গোল করেন।... আমি প্রায়শ তার সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়দের অন্য দিকে নেওয়ার চেষ্টা করি। এটা তাকে সাহায্য করে। নইলে তার সঙ্গে সবসময়ই দুই-তিন জন খেলোয়াড় থাকে। তার সঙ্গে খেলাটা আনন্দের।’
‘তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন। তিনি অসাধারণ, তার দক্ষতা অবিশ্বাস্য এবং তিনি যেখানে ইচ্ছা, সেখানে খেলতে পারেন। সেটা নাম্বার নাইন, টেন কিংবা ইলেভেন; যে পজিশনেই হোক না কেন। আমি কেবল প্রতিটি দিন উপভোগ করতে পারি এবং সামনে লম্বা সময় ধরে তাকে সাহায্য করার চেষ্টা করতে পারি।’
পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো ও আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালার সঙ্গে মাঠে ও মাঠের বাইরে সময় কাটানোর প্রসঙ্গে মোরাতা জানান, ‘এটা আমার জন্য গর্বের। আমি তাকে (রোনালদোকে) দেখে বেড়ে উঠেছি। আমি এখানে (জুভেন্টাসে) এসেছি তার সঙ্গে খেলার কথা ভেবে। তিনি এবং দিবালা আমাকে রোমাঞ্চিত করেন। তারা অনেক উঁচু মানের খেলোয়াড়। মাঠের বাইরেও আমাদের সম্পর্ক দারুণ। আমি আমার সন্তানদের কাছে বলব যে, আমি তাদের সঙ্গে খেলেছি।’
আগামীকাল রবিবার সিরি আর হাইভোল্টেজ ম্যাচে ইন্টার মিলানের মাঠে খেলতে নামবে জুভরা। সান সিরোতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে। ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে ইন্টার। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে জুভেন্টাস। ১৭ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান।
Comments