ইভিএমে ভোটগ্রহণে ধীর গতির অভিযোগ
প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণের মাধ্যমে কুমিল্লার চান্দিনা পৌর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমে ভোট দিতে গিয়ে ধীর গতিসহ নানাবিধ অভিযোগ আসছে ভোটারদের কাছ থেকে। তবে, নির্বাচন কর্মকর্তারা সেসব অভিযোগ অস্বীকার করেছেন।
সরেজমিনে বড় গোবিন্দপুর ও চান্দিনা বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্র ঘুরে ভোটারদের কাছ সথেকে ইভিএম মেশিনে ভোট নিতে বিলম্বের অভিযোগ পাওয়া গেছে।
কিন্তু, প্রায় প্রতিটি কেন্দ্রের প্রিসাইজিং অফিসাররা ভোটগ্রহণে বিলম্বের বিষয়টি এড়িয়ে গেছেন। তারা বলেছেন, স্থানীয় পর্যায়ে নির্বাচনে ভোটার ও ভোটগ্রহণকারী সবার জন্য ইভিএম নতুন। প্রায় প্রতিটি ভোটগ্রহণে চার থেকে পাঁচ মিনিট চলে যায়। সরেজমিনে গিয়ে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
চান্দিনা বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা ভোটার আব্দুর রহমান বলেন, ‘দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত ভোট দিতে পারিনি।’
ওই কেন্দ্রের প্রিসাইজিং অফিসার মো. আতিক উল্লাহ জানান, কেন্দ্রটিতে নারী-পুরুষ মিলিয়ে প্রায় দুই হাজার ভোটার রয়েছেন। ছয়টি কক্ষে সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩০০টি ভোট গ্রহণ হয়েছে। প্রতিটি ভোটগ্রহণে অনেক সময় চলে যায়।
চান্দিনা উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাইনি। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ এ অঞ্চলে এটিই প্রথম। ফলে কিছুটা বিড়ম্বনা হচ্ছে।’
Comments