কুড়িগ্রামে মন্দিরে হামলা, ৮ মূর্তি ভাঙচুর

কুড়িগ্রাম সদর উপজেলার খানপাড়া গ্রামে শ্রীশ্রী শীতলীপাট মন্দিরের দরজা ভেঙে আটটি মূর্তি ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
কুড়িগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

কুড়িগ্রাম সদর উপজেলার খানপাড়া গ্রামে শ্রীশ্রী শীতলীপাট মন্দিরের দরজা ভেঙে আটটি মূর্তি ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করছে পুলিশ ও মন্দির কমিটির সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনকালে দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এসময় তার সঙ্গে ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মোহাম্মদ শাহরিয়ার।

খানপাড়া শ্রীশ্রী শীতলীপাট মন্দিরের পূজারি কমলী রানী দাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার সকালেও মন্দিরে পূজার জন্য গেলে দেখতে পাই, মন্দিরের দরজা ভাঙা এবং ভেতরের আটটি মূর্তির সবগুলোই ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে।’

মন্দির কমিটির সভাপতি প্রদীপ রায় দ্য ডেইলি স্টারকে বলেন, ‘২৫ বছর ধরে শ্রীশ্রী শীতলীপাট মন্দিরে পূজার্চনা করে আসছি আমরা। কখনো এই মন্দিরে এমন কিছু হয়নি। দুর্বৃত্তরা কেন এ ধরনের ঘটনা ঘটালো তা কিছুতেই বুঝতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘মন্দিরে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করে আমাদের আশ্বস্ত করেছেন এবং দুর্বৃত্তদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।’

এ ঘটনায় গতকাল রাতে কুড়িগ্রাম সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

কুড়িগ্রাম সদর থানার ওসি খাঁন মোহাম্মদ শাহরিয়ার গণমাধ্যমকে জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশ সুপারের নির্দেশে বিষয়টি গভীর তদন্ত করা হচ্ছে। মন্দির ও মূর্তি ভাঙচুরকারীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

Comments

The Daily Star  | English

Ban on plastic bags a boon for eco-friendly sacks

Availability of raw materials now a challenge

3h ago