‘মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়’ কণ্ঠশিল্পীর জন্মদিন আজ

বাংলা ব্যান্ড সঙ্গীতে ‘অবসকিউর’ স্মরণীয় হয়ে থাকবেন কালজয়ী কিছু গান দিয়ে। এই দলের মূল কান্ডারী সাঈদ হাসান টিপু। ১৯৬৭ সালের ১৬ জানুয়ারি খুলনায় জন্মগ্রহন করেন তিনি। আজ এই ব্যান্ড তারকার জন্মদিন। ৫৪ বছরে পা রাখলেন এই কণ্ঠশিল্পী।
সাঈদ হাসান টিপু। ছবি: সংগৃহীত

বাংলা ব্যান্ড সঙ্গীতে ‘অবসকিউর’ স্মরণীয়  হয়ে থাকবেন কালজয়ী কিছু গান দিয়ে। এই দলের মূল কান্ডারী সাঈদ হাসান টিপু। ১৯৬৭ সালের ১৬ জানুয়ারি খুলনায় জন্মগ্রহন করেন তিনি। আজ এই ব্যান্ড তারকার জন্মদিন। ৫৪ বছরে পা রাখলেন এই কণ্ঠশিল্পী।

শ্রোতাদের অসংখ্য জনপ্রিয় বাংলা গান উপহার দিয়েছেন ‘অবসকিউর’ ব্যন্ড ও টিপু। অবসকিউর ব্যান্ডের মোট ১৩টি অ্যালবাম। একক অ্যালবামের সংখ্যা ৩টি।

এসব অ্যালবামের শ্রোতাপ্রিয় গানগুলো হলো- মাঝ রাতে চাঁদ যদি আলো না বিলায়, নিঝুম রাতের আঁধারে, ছাইড়া গেলাম মাটির পৃথিবী, কলিকালের ভণ্ড বাবা, বিধি তোমার কেমন খেলা, মমতায় চেয়ে থাকা, যার মাঝে পাই, তুমি ছিলে কাল রাতে, খোদা তোমায় ডাকবো যখন, আধার ঘেরা স্বপ্ন, সন্ধ্যা আকাশ, দৃষ্টিরই সীমানায়, স্বপ্নচারিণী, স্বাধীনতার বীজমন্ত্র, আজাদ, দেশ ছাড় রাজাকার, তিস্তা ইত্যাদি।

ব্যান্ডের বাইরে টিপুর একক কণ্ঠের কয়েকটি গান হলো- একাকী একজন, আমার আমি ছাড়া, আমার মন ইত্যাদি।

ব্যক্তিগত জীবনে শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ তার স্ত্রী।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

8h ago