পটুয়াখালীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩
পটুয়াখালীতে গৃহবধূকে (৪২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রাত ৮টার দিকে মির্জাগঞ্জে উপজেলার শ্রীনগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
আজ রোববার মির্জাগঞ্জ থানার ওসি শওকত আনোয়ার ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার তিন জনকে আজ দুপুরে মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে এবং আদালত তাদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তিনি আরও জানান, ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারী স্বামী বাড়ির পাশে একটি বাজারে কাজে যান। পরে তাকে ডেকে আনার উদ্দেশে বাড়ি থেকে বের হলে পথে অভিযুক্ত তিন জন তাকে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় রাতে ওই নারী বাদী হয়ে তিন জনকে আসামি করে একটি মামলা করেছেন।
Comments