বগুড়ায় ধর্ষণ মামলার প্রধান আসামি তুফান সরকারের জামিন
বগুড়ায় শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি তুফান সরকারকে জামিন দিয়েছেন আদালত।
রোববার দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফজলুল হক এই জামিন আদেশ দেন।
এর আগে দুপুর ১২টার দিকে আসামি পক্ষের আইনজীবী আদালতের কাছে তুফানের জামিন আবেদন করেন।
বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নরেশ মুখার্জি দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
নরেশ মুখার্জি বলেন, ‘এই মামলা নিষ্পত্তিতে হাইকোর্ট ছয় মাসের সময় দিয়েছিল। কিন্তু, তিন বছর অতিক্রম হলেও মামলাটির নিষ্পত্তি হয়নি। তাই আদালত তাকে জামিন দিয়েছেন। তবে আমি এই জামিনের বিরোধীতা করি।’
২০১৭ সালের ১৭ জুলাই তুফান সরকার এবং তার সহযোগীদের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ধর্ষণের শিকার শিক্ষার্থী ও তার মাকে মাথা ন্যাড়া করে দেয়া হয় এবং লোহার রড দিয়ে নির্যাতন করা হয়।
২৯ জুলাই শিক্ষার্থীর মা বগুড়া সদর থানায় তুফান, আশা, রুমকি, রুমি, রুনু, শিমুল, আতিক, রূপম, জিতু, দিপু এবং অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে দুটি মামলা করেন।
ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় তুফান এবং তার সহযোগীদের বিচারের দাবিতে সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ হয়।
আরও পড়ুন-
Comments