বিশেষ জার্সিতে বদল, যুক্ত হলো ‘বাংলাদেশ’

শুরুতে বুকে বেক্সিমকোর নাম থাকলেও ‘বাংলাদেশ’ লেখা ছিল না।
jersey
ছবি: বিসিবি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য যে বিশেষ জার্সির নকশা করেছে বিসিবি, তাতে আনা হয়েছে বদল। বুকের ওপর স্পন্সর বেক্সিমকোর নামের সঙ্গে যুক্ত করা হয়েছে ‘বাংলাদেশ’ লেখাও।

রবিবার রাতে দ্বিতীয় দফায় গণমাধ্যমের কাছে বিশেষ জার্সির নকশা পাঠায় বিসিবি। 

বিশেষ জার্সিতে রয়েছে বিজয়োল্লাসরত মুক্তিযোদ্ধাদের ছবি, আছে স্মৃতিসৌধ এবং রক্ত-লাল সূর্য। তবে শুরুতে বুকে বেক্সিমকোর নাম থাকলেও ‘বাংলাদেশ’ লেখা ছিল না। জার্সিটির নকশা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। অনেকেই জার্সিতে দেশের নাম না থাকায় ক্ষোভও প্রকাশ করেন।

পরবর্তীতে যুক্ত করা হয়েছে ‘বাংলাদেশ’ নামটি। তবে সমালোচনার কারণেই তা করা হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আগামী ২৬ মার্চ স্বাধীনতার ৫০ বছর পূর্ণ হবে বাংলাদেশের। তাছাড়া, ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বার্ষিকী উপলক্ষে পালিত হতে থাকা ‘মুজিববর্ষ’-এর ব্যাপ্তি নিয়ে আসা হয়েছে চলতি বছর পর্যন্ত।

দুই উপলক্ষকে ঘিরে বিসিবির বিরাট আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্বভাবতই আলোর মুখ দেখেনি। তাই জার্সিতে মুক্তিযুদ্ধের স্মারক যুক্ত করে তার কিছুটা পূরণ করতে চায় বোর্ড।

এর আগে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, ‘দেশবাসীর মতো আমাদের ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা এই উপলক্ষে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা আমাদের জন্য একটি বিশেষ উপলক্ষ। যেহেতু আমাদের স্বাধীনতার ৫০ বছর, সেটা উদযাপন করার জন্য আমরা জার্সির কথাটা মাথায় রেখেছি।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago