করোনাভাইরাস

এ বছর পুরোপুরি খুলছে না অস্ট্রেলিয়ার সীমান্ত

অস্ট্রেলিয়ার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী এ বছর অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হলেও ২০২১ সালে দেশটির সীমান্ত পুরোপুরি খোলার সম্ভাবনা নেই।
ছবি: রয়টার্স ফাইল ফটো

অস্ট্রেলিয়ার শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী এ বছর অস্ট্রেলিয়ার বেশিরভাগ মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হলেও ২০২১ সালে দেশটির সীমান্ত পুরোপুরি খোলার সম্ভাবনা নেই।

বিবিসি অনলাইন জানায়, অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের সচিব ব্রেন্ডন মারফির কাছে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির বিষয়ে জানতে চাওয়া হলে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে এই ভবিষ্যদ্বাণী করেন তিনি।

গত বছরের মার্চে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধের উদ্যোগে নেওয়া হয়। যার নেতৃত্ব দিয়েছিলেন এই ব্রেন্ডন মারফি।

আজ সোমবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে তিনি বলেন, ‘আমি মনে করি আমরা এই বছরের বেশিরভাগ সময় সীমান্ত নিষেধাজ্ঞার মধ্যে দিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি আমাদের অধিকাংশ জনসংখ্যাকে ভ্যাকসিন দিতে পারি, তারপরেও আমরা জানি না ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে পারব কিনা। আমি বিশ্বাস করি ভ্রমণকারীদের কোয়ারেন্টিনের শর্ত আরও কিছুদিন অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, নাগরিক এবং স্থায়ী বাসিন্দা অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়, যদি তারা নিজেদের খরচে হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পন্ন করেন।

Comments