‘অপারেশন সুন্দরবন’-এ রোশান-দর্শনা

জিয়াউল রোশান ও দর্শনা বনিক। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী দর্শনা বনিক। বাংলাদেশের প্রথম ওয়াইল্ড লাইফ অ্যাকশন থ্রিলার ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাতে জিয়াউল রোশানের বিপরীতে জুটি হয়ে অভিনয় করেছেন দর্শনা।

সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এই সিনেমায় রোশানের বিপরীতে একজন মেডিক্যাল অফিসারের ভূমিকায় দেখা যাবে দর্শনাকে। আর নেভীর অফিসার লেফটেন্যান্ট কমান্ডার চরিত্রে অভিনয় করেছেন রোশান।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমা প্রসঙ্গে ভারতীয় অভিনেত্রী দর্শনা বলেন, ‘এ বছরটা আমার জন্য খুব স্পেশাল। এ বছরেই মুক্তি পাচ্ছে আমার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি। সুন্দরবনে খুব কঠিন পরিস্থিতিতে আমরা অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের শুটিং করেছি, অনেক অ্যামেজিং একটা মুভি। আশা করছি সবার ভালো লাগবে।’

চিত্রনায়ক রোশান বলেন, ‘আনন্দের সঙ্গে জানাতে চাই, এ বছর মুক্তি পেতে যাচ্ছে আমার অভিনীত ভিন্নধর্মী অ্যাকশন থ্রিলার সিনেমা অপারেশন সুন্দরবন। এতে অভিনয় করতে গিয়ে আমি যতটা অবাক হয়েছি। আপনারাও ততটা সিনেমাহলে গিয়ে অবাক হবেন।’

অপারেশন সুন্দরবন সিনেমায় আরও অভিনয় করেছেন- রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, শতাব্দী ওয়াদুদ, তাসকিন রহমান ও মনোজ প্রামানিকসহ অনেকে।

অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কীভাবে সুন্দরবনকে জলদস্যুমুক্ত করেছে, তা তুলে ধরা হয়েছে।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি প্রযোজনা করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। শিগগিরই ছবির টিজার প্রকাশ হবে জানিয়েছে ছবির প্রযোজনা সংস্থা। এই সিনেমার শুটিং হয়েছে- মুন্সিগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, লবণচরা, সুন্দরবনের দুবলার চর, কটকা, কালিকা চর, পুটনীচর, মংলা, পোড়া বাড়ী, গাজীপুর, জয়মনি, র‌্যাব ট্রেনিং স্কুল, র‌্যাব ফোর্সেস সদর দপ্তর।

দর্শনা বনিক এর আগে টালিগঞ্জ, তেলেগু ও বলিউডের সিনেমায় অভিনয় করেছেন।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

14m ago