ফুটেজ দেখে প্রতিপক্ষ নিয়ে সতর্ক বাংলাদেশের কোচ

চেনাজানা খেলোয়াড় হলে রণকৌশল সাজানো হয় সহজ। কিন্তু অচেনা খেলোয়াড়দের বেলায় কিছু হোম ওয়ার্ক জরুরি। বাংলাদেশ দলের শ্রীনিবাস চন্দ্রশেখরন প্রতিপক্ষের অচেনা খেলোয়াড়দের নিয়ে বিস্তর ঘাটাঘাটি করেছেন। সংগ্রহ করেছেন বেশ কিছু ফুটেজ।
west indies
ওয়েস্ট ইন্ডিজ দল। ছবি: বিসিবি

শীর্ষ ১২ ক্রিকেটার ছাড়া বাংলাদেশের খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডে এক ঝাঁক আনকোরা ক্রিকেটার। সাতজন আছেন অভিষেকের অপেক্ষায়। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে তাদের পরিচয় না ঘটলেও এসব ক্রিকেটাররা বিপদজনক হতে পারেন বলে মনে করেন বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান আর কিছু ফুটেজ দেখেই নাকি তার এমন মনে হচ্ছে।

চেনাজানা খেলোয়াড় হলে রণকৌশল সাজানো হয় সহজ। কিন্তু অচেনা খেলোয়াড়দের বেলায় কিছু হোম ওয়ার্ক জরুরি।  বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন প্রতিপক্ষের অচেনা খেলোয়াড়দের নিয়ে বিস্তর ঘাটাঘাটি করেছেন। সংগ্রহ করেছেন বেশ কিছু ফুটেজ।

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো জানান এসব দেখে সিরিজটা সহজ হবে বলে মনে হচ্ছে না তার, ‘শ্রী বেশ ভালো কাজ করেছে আমাদের জন্য। সিপিএল ও ঘরোয়া আসর থেকে সে ওদের খেলোয়াড়দের ফুটেজ সংগ্রহ করেছে। আমরা দেখছি তারা কেমন। হয়ত তারা আন্তর্জাতিক ক্রিকেটে অনভিজ্ঞ। কিন্তু অনেকেই সিপিএল ও ঘরোয়া ক্রিকেটে খেলেছে। তারা পরিসংখ্যান ভাল।  তাদেরকে সহজে নেওয়ার সুযোগ নেই।’

সহজ তো নয়ই, ডমিঙ্গোর ধারণা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হতে যাচ্ছে টানটান উত্তেজনার,  ‘এটা কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ গর্বিত এক ক্রিকেট জাতি। এই তরুণরা নিজেদের প্রমাণ করতে চাইবে। তারা চাইবে স্কোয়াডে জায়গা পাকা করতে। তারা খুব অনুপ্রাণিত থাকবে। প্রথম বল থেকেই খেলা আমাদের হাতে রাখতে হবে। কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারা ঘরোয়া ক্রিকেট খেলেছে, খেলার জন্য তৈরি।।’

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago