৯ ঘণ্টা পরে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি পারাপার শুরু
ঘন কুয়াশার কারণে নয় ঘণ্টা বন্ধ থাকার পরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দুর্ঘটনা এড়াতে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় রাত ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এতে ঘাটের দুপাশে পাঁচ শতাধিক যানবাহন আটকা পড়ে। সকাল থেকে শিমুলিয়া ঘাট ও বাংলাবাজার নৌরুটে ১৫টি ফেরি ব্যবহার করে যানবাহন পারাপার শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমেদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ফেরি বন্ধের সময় মাঝ পদ্মায় সাতটি ফেরি আটকা পড়েছিল। সকালে ফেরি পারাপার শুরু হলে সেগুলো ঘাটে পৌঁছে। শিমুলিয়া ঘাট এলাকায় এখনো তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আছে।’
Comments