দিলুকে শেষ শ্রদ্ধা জানানো হবে শিল্পকলায়, দুপুর ৩টায়

শেষ শ্রদ্ধা জানানোর জন্যে বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান অভিনয়শিল্পী মজিবুর রহমান দিলুর মরদেহ আজ মঙ্গলবার দুপুর ৩টায় শিল্পকলা একাডেমিতে নিয়ে আসা হবে।
ছবি: সংগৃহীত

শেষ শ্রদ্ধা জানানোর জন্যে বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান অভিনয়শিল্পী মজিবুর রহমান দিলুর মরদেহ আজ মঙ্গলবার দুপুর ৩টায় শিল্পকলা একাডেমিতে নিয়ে আসা হবে।

সর্বসাধারণের জন্য তার মরদেহ সেখানে এক ঘণ্টা রাখা হবে। সহশিল্পীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করবেন সেখানে।

দিলুর বড় ছেলে অয়ন রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জোহর নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বনানী কবরস্থানে।

আসর নামাজের পর বনানী কবরস্থানে গার্ড অব অনার শেষে তাকে চির নিদ্রায় শায়িত করা হবে।

আজ ভোর ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘সংশপ্তক’ নাটকের ‘বড় মালু’-খ্যাত অভিনেতা মুজিবুর রহমান দিলু।

অভিনেতা মুজিবুর রহমান দিলু অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তা বয়স হয়েছিল ৬৯ বছর।

অভিনেতা মুজিবুর রহমান দিলু স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে উত্তরায় থাকতেন।

‘তথাপি’ ও ‘সময় অসময়’ ধারাবাহিক দুটিতে অভিনয় করেও বেশ পরিচিতি পেয়েছিলেন দিলু। বিটিভির অসংখ্য এক ঘণ্টার নাটকে অভিনয় করেছিলেন তিনি।

তার অভিনীত ‘আমি গাধা বলছি’, ‘জনতার রঙ্গশালা’ ও ‘ওমা কি তামাশা’ মঞ্চনাটকগুলো বেশ সাড়া ফেলেছিল।

‘আগামী’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

মুজিবুর রহমান দিলু নাট্যকার ও নাট্যপরিচালক হিসেবেও কাজ করেছিলেন।

আরও পড়ুন:

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা, অভিনয় শিল্পী মুজিবুর রহমান দিলু

Comments

The Daily Star  | English

Rab arrests ex-DMP chief Asaduzzaman

Rapid Action Battalion last night arrested the former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia at Mohakhali in the capital.

1h ago