চার নম্বর নিয়ে খুশি সাকিব: তামিম

অধিনায়ক তামিম ইকবাল জানান, দলের স্বার্থে এই সিদ্ধান্ত খুশি মনে মেনে নিয়েছেন সাকিব
Shakib Al Hasan & Tamim Iqbal
ফাইল ছবি: বিসিবি

আগের দিনই বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়ে দেন তিন নম্বরে খেলবেন নাজমুল হোসেন শান্ত। প্রিয় ব্যাটিং পজিশন ছেড়ে সাকিব আল হাসানকে তাই নামতে হচ্ছে একধাপ নিচে। অধিনায়ক তামিম ইকবাল জানান, দলের স্বার্থে এই সিদ্ধান্ত খুশি মনে মেনে নিয়েছেন সাকিব।

কোচ জানিয়ে দেন চারে সাকিব, পাঁচে মুশফিকুর রহিম আর ছয়ে খেলবেন মাহমুদউল্লাহ। তিন নম্বরে সুযোগ দেওয়া হচ্ছে দারুণ ছন্দে থাকা শান্তকে।

অথচ বিশ্বকাপে তিনে নেমেই অবিশ্বাস্য ধারাবাহিকতায় ৮ ম্যাচে ৬০৬ রান করেছিলেন সাকিব। এই পজিশনে ২৩ ম্যাচেই ৫৮.৮৫ গড়ে  ১১৭৭ রান করেছেন তিনি। ৮৮.৭৬ স্ট্রাইকরেটে ১১ ফিফটি আর দুই সেঞ্চুরিও আছে তার।

কিন্তু এক বছরের নিষেধাজ্ঞার ধাক্কায় ফেরার পর পাননি আগের ছন্দ। সাকিবকে তাই সরিয়ে দেওয়া হয়েছে আগের পজিশন থেকে।

মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম জানান, দলের এই সিদ্ধান্ত নিয়ে কোন অসন্তুষ্টি নেই সাকিবের। সানন্দেই নাকি তিনি মেনে নিয়েছেন তা,  'আমরা যখন ক্যাম্প শুরু করে বার্তাটা পরিষ্কার করা হয়েছি। আর  আমি ওর সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। সে মেনে নিয়েছে। সে বুঝতে পেরেছে।’

কোচের মতো অধিনায়কও জানান দলের সেরা তারকাকে এই মুহূর্তে কিছুটা বাড়তি স্পেস দিতে চান তারা, ‘এছাড়া তাকে একটু নিঃশ্বাস নেওয়ার জায়গাও দেওয়া দরকার। সে অনেকদিন পর এসেছে। আমরা সবাই জানি তিন নম্বরে কত ভাল করেছে, রেকর্ডও তাই বলে। চার নম্বর পজিশন নিয়ে সে একদম খুশি।’

তবে সাকিব নিজে চাইলে আবার তিন নম্বরে তাকে বিবেচনা করা হতে পারে বলেও জানিয়েছেন তামিম,  ‘আমি তাকে এটাও বলেছি যে সে যদি কখনো তিন নম্বরে ফিরে যেতে চায় তাহলে যেন আমার সাথে কথা বলে। এবং সে এটা নিয়ে পুরোপুরি ওকে।'

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago