৬ গ্যাস বিতরণ সংস্থার বকেয়া বিল ৯০১৮ কোটি টাকা

প্রতীকী ছবি। স্টার ফাইল ফটো

দেশের ছয়টি গ্যাস বিতরণ সংস্থার বকেয়া বিলের পরিমাণ নয় হাজার ১৮ কোটি চার লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রতি মন্ত্রী আরও বলেন, সবচেয়ে বেশি, ছয় হাজার ৬৭৭ কোটি টাকা, বকেয়া বিল তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের।

এছাড়াও বাখরাবাদ গ্যাসের বকেয়া ৬৯৬ কোটি ৬১ লাখ টাকা, কর্ণফুলীর ৮৪৪ কোটি ৯৫ লাখ টাকা, জালালাবাদের ৪৮৩ কোটি ৩২ লাখ টাকা, পশ্চিমাঞ্চলের ১৯৫ কোটি ১৯ লাখ টাকা এবং সুন্দরবনের ১২০ কোটি ৯৭ লাখ টাকা বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

অপর এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ গত দশ বছরে তিতাস গ্যাসের সিস্টেম লসের বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, ২০১২-১৩ অর্থবছরে সিস্টেম লস প্রায় শূন্যের কোঠায় নামলেও এখন আবার বেড়েছে।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

6h ago