টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক

দিন-রাতের ম্যাচ হলেও কুয়াশায় ঢাকা সকালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তামিম।
tamim captain
ছবি: ফিরোজ আহমেদ

দিনের হিসেবে ৩২০ দিন, অর্থাৎ ১০ মাসের বেশি সময় পর আবার ওয়ানডে খেলতে নামল বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরল কাছাকাছি বিরতির পর। মাশরাফি বিন মর্তুজার যুগ পেরিয়ে স্থায়ী অধিনায়কত্ব পেয়ে টস করতে নামলেন তামিম ইকবাল। দিন-রাতের ম্যাচ হলেও কুয়াশায় ঢাকা সকালে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তিনি।    

করোনাভাইরাসের কারণে শীর্ষ ১২ জন ক্রিকেটারকে পাঠায়নি ওয়েস্ট ইন্ডিজ। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়ে আসায় সিরিজের আমেজ কিছুটা কমেছে। তবে কঠিন সময়ে দেশের ক্রিকেট এবং দেশে ক্রিকেট ফেরাতে পারার স্বস্তিই বড় করে দেখছে বাংলাদেশ।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে অভিষেক হচ্ছে স্বাগতিক দলের তরুণ পেসার হাসান মাহমুদের। বাংলাদেশের কোচ আগেই জানিয়েছেন, এখন থেকে একাদশে অন্তত তিন পেসার খেলাবেন তারা। হাসানের অভিষেক সেই চিন্তা থেকেই।

অনুমিতভাবেই একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ব্যাটিং অর্ডার আগেই জানিয়ে দিয়েছিলেন কোচ। তাতে নেই বড় কোনো চমক। সৌম্য সরকারকে খেলানো হয়েছে সাত নম্বরেই। সর্বশেষ ওয়ানডে থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ আর সাকিবই সামলাবেন স্পিন বিভাগ।

Hasan Mahmud
হাসান মাহমুদ। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সেরাদের ছাড়া আনকোরাদের নিয়ে আসায় ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হচ্ছে ছয় জনের। তাদের একাদশে ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে কেবল সুনিল আমব্রিস, জেসন মোহাম্মদ, রেমন রেইফার, রভম্যান পাওয়েল আর আলজারি জোসেফের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ, সুনিল আমব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনার, রভম্যান পাওয়েল, আকিল হোসেন, কাইল মায়ার্স, শেমার হোল্ডার, আলজারি জোসেফ, রেমন রেইফার।

Comments

The Daily Star  | English

Former DMP commissioner Asaduzzaman Mia arrested

Rapid Action Battalion has arrested former Dhaka Metropolitan Police (DMP) commissioner Asaduzzaman Mia from the capital's Mohakhali area

3h ago