ঢাকা চলচ্চিত্র উৎসবে আজ ভার্চুয়ালি অংশ নেবেন শর্মিলা ঠাকুর

চলছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১’। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এ শ্লোগান নিয়ে ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া উৎসব চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।
অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ছবি: সংগৃহীত

চলছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১’। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এ শ্লোগান নিয়ে ১৬ জানুয়ারি থেকে শুরু হওয়া উৎসব চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি।

এবারের উৎসবে বিশ্বের ৭৩ দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। বিশ্ব চলচ্চিত্র নিয়ে এই আয়োজনে আজ ২০ জানুয়ারি  অংশ নেবেন ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর।

প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে আজ বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে ‘সত্যজিৎ রায়: জাতীয় ও বৈশ্বিক’ শিরোনামের মূল প্রবন্ধ উপস্থাপন করবেন মফিদুল হক।

এতে অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে আলোচনায় অংশ নিবেন- সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবির অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তবে, তিনি অংশ নেবেন ভার্চুয়ালি। সশরীরে বাংলাদেশে এসে এই চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার ইচ্ছে থাকলেও করোনার পরিস্থিতি বিবেচনা করে ভার্চুয়ালেই অংশ নিচ্ছেন তিনি।

Comments

The Daily Star  | English

Metro rail services on Agargaon-Motijheel suspended

Metro rail services on Agargaon-Motijheel routes remain suspended since 9:40 am today due to “technical glitch”

9m ago