দেড় বছরের শিশু হত্যায় সৎমায়ের যাবজ্জীবন
পিরোজপুরে দেড় বছরের এক শিশুকে হত্যার ঘটনায় সৎমায়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার জেলার দায়রা জজ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান সাজা ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত মনি বেগম (২৫) আদালতে উপস্থিত ছিলেন। মনি বাগেরহাটের কচুয়ার জাহিদুল ইসলাম শেখের দ্বিতীয় স্ত্রী। জাহিদুল পিরোজপুর শহরে রাস্তার ধারে খাবারের ব্যবসা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১ ডিসেম্বর রাতে নিঁখোজ হয় জাহিদুলের প্রথম স্ত্রীর দেড় বছরের মেয়ে ঝুমুর। অনেক খোঁজাখুজির পরও তাকে না পেয়ে রাতেই পিরোজপুর সদর থানায় অজ্ঞাতদের আসামি করে অপহরণ মামলা করেন জাহিদুল। দুই দিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে ঝুমুরের মৃতদেহ উদ্ধার হয়। এরপরই ঝুমুরের সৎমা মনি বেগমকে জেরা করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন।
Comments